নিজস্ব সংবাদদাতা: রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে তিনটি গির্জায় ইস্টারের প্রার্থনা চলাকালীন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও বিস্ফোরণ হয়েছে তিনটি হোটেলেও। পরপর ছ’টি বিস্ফোরণে এখনও পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১৬০ জন। আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। আর এই পরিস্থিতির উপর সারাক্ষণ নজর রাখছে ভারত, এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
Colombo – I am in constant touch with Indian High Commissioner in Colombo. We are keeping a close watch on the situation. @IndiainSL
— Sushma Swaraj (@SushmaSwaraj) April 21, 2019
তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কার ভারতীয় হাই কমিশনারের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছেন তিনি।কলম্বোয় ভারতীয়রা এই পরিস্থিতিতে যাতে যথাযথ সাহায্য পান, তার জন্য ভারতীয় দূতাবাসের কয়েকটি হেল্পলাইন নম্বরও রিটুইট করে জানিয়েছেন তিনি।রবিবার সকালে বিস্ফোরণের খবর পাওয়ার পরই সুষমা টুইট করে জানান, ‘কলম্বো- আমি ক্রমাগত কলম্বোয় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছি। পরিস্থিতির উপর আমাদের নজর রয়েছে।’ কলম্বোর ভারতীয় হাই কমিশনের তরফে কয়েকটি ফোন নম্বর টুইট করা হয়েছে। এই ফোন নম্বরের মাধ্যমে সেখানে থাকা ভারতীয়দের ব্যাপারে খোঁজ নেওয়া যাবে।
Explosions have been reported in Colombo and Batticaloa today. We are closely monitoring the situation. Indian citizens in need of assistance or help and for seeking clarification may call the following numbers : +94777903082 +94112422788 +94112422789
— India in Sri Lanka (@IndiainSL) April 21, 2019
ভারতীয় হাই কমিশনের তরফে টুইট করে বলা হয়েছে, “কলম্বোতে আজ পরপর বিস্ফোরণ হয়েছে। আমরা এই পরিস্থিতির উপর নজর রাখছি। আমাদের সঙ্গে যোগাযোগ করার নম্বর গুলি হলো +৯৪৭৭৭৯০৩০৮২, +৯৪১১২৪২২৭৮৮, +৯৪১১২৪২২৭৮৯।”