চীনে পুরোনো নোট পুড়িয়ে তৈরি করা হচ্ছে বিদ্যুৎ! ইয়ানচেন শহরে বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহার হচ্ছে অচল ১০০ (ইউয়ান) টাকার পুরনো নোট! ২০১৭ সালে পোড়ানো হয়েছে ১ হাজার ৮০০ টন ব্যাংক নোট, ১৮০ বিলিয়ন ইউয়ান। যার মূল্য টাকায় ২১ লক্ষ কোটিরও বেশি ! কারণ, ১০০ ইউয়ানের এ নোটগুলোর পরিবর্তে এখন নতুন ডিজাইনের নোট বাজারে এসেছে। তাই এগুলো এখন আর কাগজের টুকরো ছাড়া কিছু নয়। কাগজের টুকরোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন এর অভিনব পদ্ধতিটি বের করেছে বায়মাস পাওয়ার কোম্পানি নামে একটি বিদ্যুৎ উৎপাদন সংস্থা । ৩০ টন নোটের সঙ্গে খড় ব্যবহার করে বিদ্যুত্ উতপন্ন করে থাকে তারা।
পুরোনো নোটগুলো বাতিল হবার পর ইয়ানচেন শহরে পাঠিয়ে দেয়া হয় বিদ্যুৎ উৎপাদন করার জন্য। মূলত ওজনের ওপর নির্ভর করে কতটা বিদ্যুৎ উৎপাদন করা যাবে। ইনসিনারেটরে পাঠানোর আগে এগুলোকে ছোটো বলের মতো তৈরি করা হয়।
জ্বালানি বিশেষজ্ঞ জু হংয়েই বলেন, ‘প্রত্যেকটি ট্রাক ৩০ টন ওজনের কাগজ নিতে পারে। টাকার হিসাবে যা দাঁড়ায় ৩০৭ মিলিয়ন পাউন্ড। এ পরিমাণ কাগজ দিয়ে ৩০ হাজার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। শহরটির বাড়িগুলোতে প্রতি মাসে গড়ে ১০০ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হয়। অর্থাত্ একটি ট্রাক দিয়ে একটি বাড়ির ২৫ বছরের বিদ্যুৎ উৎপাদন সরবরাহ সম্ভব।