নিজস্ব প্রতিনিধি— কাউন্টডাউন শেষ। শুরু হয়ে গেল ২০১৯-এর লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনের ছোঁয়া লেগেছে গুগল ডুডলেও।
বৃহস্পতিবারের গুগল ডুডলে কালি ভোটের কালি লাগানো আঙুলের ছবি রয়েছে। তাতে ক্লিক করলেই চলে আসছে এমন একটি পাতা, যেখানে লেখা রয়েছে ভারতে ভোটদানের প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য। প্রথমবারের ভোটারদের জন্য এই তথ্য যথেষ্ট কার্যকরী। বৃহস্পতিবার প্রথম দফায় পশ্চিমবঙ্গ-সহ ১৮টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের 91টি লোকসভা কেন্দ্রে ভোটদান চলছে। ফলঘোষণা ২৩ মে।