এই প্রথম কোনও কৃষ্ণগহ্বরের ছবি প্রকাশ হল। এত দিন ‘ব্ল্যাক হোল’ তথা কৃষ্ণগহ্বরের কোনও ছবি পাওয়া সম্ভব হয়নি। কিন্তু সেই অসাধ্য সাধন করে দেখালেন মহাকাশবিজ্ঞানীরা।
পৃথিবীর আটটি মহাদেশে বসানো অতি শক্তিশালী আটটি রেডিও টেলিস্কোপ নেটওয়ার্কের সাহায্যে এই কৃষ্ণগহ্বরটির ছবি তোলা সম্ভব হয়েছে। আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ছবিটি প্রকাশ করেছে। এটির অবস্থান পৃথিবী থেকে ৫০০ মিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার দূরে, ‘এম৮৭’ নামে এক ছায়াপথে। যে ছবি প্রকাশিত হয়েছে, তার মধ্যের গোলাকৃতি অংশের রং নিকষ কালো। তার ঠিক নিচে রয়েছে উজ্জ্বল হলুদ রঙের বলয়াকৃতি অবয়ব (উজ্জ্বল গ্যাসে ভরা), যা কালো অংশটিকে ঘিরে রয়েছে। রয়েছে কমলা আভাও।
কৃষ্ণগহ্বরের ছবি প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে খুশির হাওয়া। এটি পৃথিবী থেকে প্রায় ৩০০ মিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরে রয়েছে। তাছাড়া গহ্বরটি পৃথিবীর তুলনায় প্রায় ৩.৩ মিলিয়ন গুণ বড়।