দেশজুড়ে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে ৷ পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, বিহার, ছত্তিসগড়, দাদরা ও নগর হাভেলি, গোয়া, গুজরাত, জম্মু-কাশ্মীর, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, ওড়িশা ও উত্তরপ্রদেশেও ভোটগ্রহণ চলছে ৷
সব মিলিয়ে মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ লোকসভা কেন্দ্রে ৷ নিরাপত্তার কারণে অনন্তনাগ কেন্দ্রে তিন দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন ৷ প্রথম দফা আজ হয় অনন্তনাগে ৷ ২৯ এপ্রিল ভোট হবে কুলগাঁওয়াতে৷ অন্যদিকে, ৬ মে নির্বাচন হবে সোপিয়ান এবং পুলওয়ামায় ৷দুপুর ৩টে পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ১১.২২ শতাংশ ৷অনন্তনাগ কেন্দ্র সাধারণ ভোটারের সংখ্যা-১৩,৯৩,২৫১ জন ৷ এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা- ৭,২০,৩৩৭ এবং মহিলা ভোটারের সংখ্যা ৬,৭২,৮৭৯ ৷ তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা-৩৫ ৷ অনন্তনাগ কেন্দ্রে মোট বুথ রয়েছে ১৮৪২ টি ৷জম্মু-কাশ্মীরে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটপর্ব চললেও বেশ কয়েকটি জায়গায় হিংসা-হানাহানির খবর মিলেছে ৷ বিজবেহারা পোলিং বুথে হেনস্থার শিকার হন ন্যাশনাল কনফারেন্স পোলিং এজেন্ট । অভিযোগ, ভোট কেন্দ্রের ভিতরে ছিলেন ওই পোলিং এজেন্ট ৷ তাঁকে বুথের বাইরে বের করে এনে মারা হয়েছে ৷