দেওয়াল লিখনে নয় নির্বাচনী প্রতীক মিস্টিতে

  • জেলার খবর : কথায় আছে রসেবশে বাঙ্গালী, যে কোনো উত্সব, আয়োজন  বা কর্মসূচিতে  বাঙ্গালী তার অভিনবত্বের ছোঁয়া রাখবেন।এবারের  লোকসভা নির্বাচন  ও তার ব্যাতিক্রম নয়। নির্বাচনী প্রতিক এর   হুুবুহু নকল করে মিস্টি বানিয়ে ফেলেছেন কারিগররা।বিক্রিও  হচ্ছে দেদার,  হবে নাইবা কেনো, দর্শনে স্বাদে যে অতুলনীয়। মালিক ও খুশ খদ্দের ও খুুুশ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন