বিয়ের আসরে ঢুকে প্রাক্তন প্রেমিক নিয়ে শুরু টানাটানি প্রেমিকার, দেখুন ভিডিও

নিজস্ব প্রতিনিধি : প্রেম আবার কি ভোলা যায়? প্রেমে প্রত্যাখ্যাত হয়েছেন তো কি হয়েছে কখন হাল ছাড়বেন না। হ্যাঁ আপনি ঠিক শুনছেন! সম্প্রতি এমণ একটা ঘটনা ঘটেছে।

প্রেমিকা যখন শুনেছে তার প্রাক্তন প্রেমিক বিয়ের পিড়িতে বসতে চলেছে। তখন সে নিজেকে সামলাতে না পেরে, কনের সাজে প্রমিকের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হলেন চিনের এক মহিলা। বিয়ের অনুষ্ঠান শেষে প্রথা মেনে যখন প্রাক্তন প্রেমিক তার ব্যর্তমান স্ত্রীকে প্রথমবার চুম্বন করতে যাচ্ছেন তখনই দর্শকাসন থেকে মঞ্চে উঠে বরের হাতধরে টানা টানি শুরু করে দেন তিনি। পাত্র বারবার তাঁর হাত ছাড়িয়ে দিলেও  কিছুতেই মানতে রাজী না ওই মহিলা। অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে নববধূ মঞ্চ ছাড়েন। পিছন পিছন মঞ্চ ছাড়েন পাত্রও। শেষ চেষ্টাও ব্যর্থ হওয়ায় মুখে হাত চাপা দিয়ে কাঁদতে থাকেন প্রেমিকা।

বিয়ের আসরের এই নাটকীয় মুহূর্ত ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু সাধারণ মানুষ এই ঘটনায় বরের পাশেই দাঁড়িয়েছেন।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, কনের সাজে আচমকা বিয়ের মঞ্চে প্রবশে করেন প্রাক্তন প্রেমিকা। মঞ্চে উঠেই প্রেমিকের হাত ধরে টানতে থাকেন। তাঁকে নিয়ে যেতে চান। কিন্তু প্রেমিক তাঁর দিকে ভ্রুক্ষেপও করছিলেন না। এই সময় প্রেমিকা হাত ছাড়িয়ে নিলে মাথায় হাত দিয়ে বসে পড়েন ওই মহিলা।

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন