কলম্বোয় জঙ্গি দমনে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু ৬ শিশু সহ ১৫ জনের

নিজস্ব প্রতিনিধি— কলম্বোয় জঙ্গিদের খোঁজে চিরুণী তল্লাশিতে মৃত্যু হল ১৫ জনের। এদের মধ্যে রয়েছে ৬ শিশু ও ৩ মহিলা। জানা গিয়েছে, শুক্রবার রাত থেকে পূর্ব শ্রীলঙ্কার কালমুনাইয়ে একটি চলছে জঙ্গি দমন অভিযান। ওইদিন রাতে একটি বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের সময় একটি বাড়িতে লুকিয়ে থাকা সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সেনার। পরপর তিনটি বিস্ফোরণে ৩ জন নিজেদের বিস্ফোরণে উড়িয়ে দেয়। এদের আইএস জঙ্গি বলেই মনে করছে পুলিশ। মহিলা, শিশুসহ মৃত্যু হয় মোট ১২ জনের। পরে সেনার গুলিতে আরও ৩ জঙ্গি খতম হয়।

শুক্রবার অভিযানে গিয়ে সেই জায়গাটিকে খুঁজে পেয়েছে সেনা। শ্রীলঙ্কার সেনা ও পুলিস সূত্রে জানা গিয়েছে জঙ্গিদের ডেরা থেকে আইএস এক পতাকা, ইউনিফর্ম, ১৫০টি ডায়নামাইট ও প্রায় ১ লাখ বল বিয়ারিং বাজেয়াপ্ত হয়েছে, ড্রোন ক্যামেরা উদ্ধার করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন