নিজস্ব প্রতিনিধি : চারিদিকে ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি মধ্যে ডিজাইনার পোশাকে ক্যাটওয়াক করে স্টেজ মাতাচ্ছেন সকলে। এমন সময় র্যাম্প হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যায় এক মডেল৷ র্যাম্পে পড়ে যাওয়ার পরই ছুটে আসেন ফ্যাশন শো-তে উপস্থিত মেডিক্যাল টিম৷ পরে জানা যায় মারা গিয়েছেন ওই মডেল৷ 
ব্রাজিলের সাও পাওলো শহরে শনিবার আয়োজন করা হয়েছিল ফ্যাশন শোয়ের। সেখানে চলছিল ফ্যাশন উইক৷ শনিবার ছিল ফ্যাশন সপ্তাহের শেষ দিন৷ উদ্যোক্তরা জানিয়েছেন, ক্যাট ওয়াক করে ফিরে যাওয়ার সময় র্যাম্পে পড়ে যাওয়া ওই ব্রাজিলীয় মডেলের নাম টেলস সোরেস। তাঁর বয়স ২৬ বছর। সূত্রের খবর, ক্যাটওয়াক করে স্টেজে ফেরার সময় পড়ে যান টেলস৷ এরপরই স্টেজে ছুটে আসেন উদ্যোক্তরা৷ সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানে মৃত্যু হয় ওই মডেলের৷ তবে, এখনও পর্যন্ত প্রকৃত কোনও কারণ জানা যায়নি৷ টেলসের আকস্মিক মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছে উদ্যোক্তরা৷ 
ওই মডেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাও পাওলো ফ্যাশন উইকের আয়োজকরা। তারাজানিয়েছেন, ‘‘টেলস সোরেসের মৃত্যুর খবর খুব জন্ত্যনাদায়ক। আমরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’’