নিজস্ব প্রতিনিধি— তৃতীয় দফার ভোটে রাজ্যের দু-একটি জায়গায় একদিকে যেমন অশান্তির অভিযোগ পাল্টা অভিযোগ উঠছে তেমনই অপরপ্রান্তে গণতন্ত্রের এই উৎসবকে একেবারে আনন্দের সহকারে গ্রহণ করছেন মালদার কালিয়াচকের ২১৪ নম্বর বুথের ভোটাররা। সকাল থেকে এখানে ভোটাররা লাইন দিয়েছেন ভোট দেওয়ার জন্য। তবে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য বুথের সামনে লাইন দিয়ে পাতা রয়েছে চেয়ার। ভোটাররা দাঁড়িয়ে না থেকে বসে বসে ভোট দেওয়ার জন্য এগিয়ে চলেছেন। অর্থাৎ একজন ভোটারের ভোট দেওয়া হয়ে গেলে তিনি যে চেয়ারটিতে বসে ছিলেন তাঁর পিছনে যে ছিল সে ওই চেয়ারটিতে বসে রয়েছেন ভোট দেওয়ার জন্য। এর পাশাপাশি বুথের অফিসারদের পক্ষ থেকে ৮-৮০ প্রত্যেকের হাতে চকলেট দেওয়া হচ্ছে। ভোটাররা প্রত্যেকেই চকলেটের স্বাদ আস্বাদ করতে করতেই ভোটদান করছেন।
রাজ্যের বেশ কিছু জায়গায় যখন অশান্তির খবর আসছে তখন মালদার কালিয়াচক যেন একমুঠো হালকা বাতাস বয়ে নিয়ে আসছে।