নিজস্ব প্রতিনিধি— সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার জিতে নিয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় দৈনিক পত্রিক ক্যাপিটাল গেজেট। আমেরিকার জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার ঘোষণা করে পুলিৎজার। বন্দুকধারীরা আচমকা ক্যাপিটাল গেজেটের অফিসে হানা দিয়ে পাঁচজনকে হত্যা করে। পরের দিন সেই পাঁচজনের ছবি দিয়ে পত্রিকা প্রকাশ করে ক্যাপিটাল গেজেট। ভয়ের কাছে মাথানত না করে সাহসিকতার সঙ্গে পত্রিকা প্রকাশ করার জন্য এবার পুলিৎজার পুরস্কার দিয়ে সাহসী সাংবাদিকতাকে কুর্ণিশ জানানো হল। পুরস্কার পাওয়ার খবর পেয়ে নিউজ রুমে পাঁচজন সহকর্মীর জন্য নীরবতা পালন করা হয়।

২০১৮ সালের জুন মাসের ২৮ তারিখ দুপুর ২টো ৩৪ মিনিট নাগাদ সংবাদপত্রের অফিসে হামলা চালানো হয়েছিল। রামেশ বলে দুষ্কৃতী পাঁচজনকে হত্যা করেছিল। রামেশকে গ্রেফতার করে পুলিশ। সহকর্মীদেরকে হারানোর পর কান্নায় ভেঙে পড়েন ক্যাপিট্যাল গেজেটের সাংবাদিকরা। ৬১ বছরের গ্রেরাল্ড ফিসম্যান এডিটরিয়াল পেজের এডিটর, রব হিয়াসেন, অ্যাসিট্যান্ট এডিটর জন ম্যাকেনামারা, রেবেকা স্মিথ আর ওয়েন্ডা উইন্টারস প্রাণ হারান সেদিন।