২০১৭ সালের জানুয়ারিতে ওয়ার্ল্ড ভিশন নামে দাতব্য সংগঠনের কাজে ভারতে কিছুদিনের জন্য এসেছিলেন মেগান মার্কল ।শাড়ি আর বিন্দি তে ভারতীয় চেহারা সামনে এল ডাচেস অফ সাসেক্স এর। বেশ কিছু ছবি তখন তোলা হলেও সেগুলি এতদিন পর প্রকাশিত হল ব্রিটিশ ট্যাবলয়েডে। স্বাভাবিকভাবেই সাধারণ জীবনে অভ্যস্ত মেগানের এই ছবি ব্রিটিশদের স্মৃতির ঝাঁপি খুলে দিয়েছে। মেগানের মধ্যে তাঁর প্রয়াত শাশুড়ি ডায়ানার ছবি আরও যেন স্পষ্ট দেখতে পাচ্ছেন সাধারণ ব্রিটিশ নাগরিকরা।
মেয়েদের শৌচাগারের প্রয়োজনীয়তা সম্পর্কে ওয়াকিবহাল করতে সেসময় মুম্বই এবং দিল্লির কয়েকটি জায়গা পরিদর্শন করেছিলেন মেগান। তখনও তিনি ব্রিটিশ রাজ পরিবারের বধূ হননি। এই ছবি যে স্কুলে তোলা হয়েছিল, সেখানে ছাত্রী এবং শিক্ষিকাদের সঙ্গে কথা বলে তৃপ্ত মেগান বলেছিলেন, স্কুলে শৌচাগার নির্মাণের পরই ছাত্রী ভর্তির সংখ্যা বেড়ে গিয়েছে। মুম্বইয়ের বস্তিগুলি ঘুরে তিনি দেখেছিলেন সেখানে অনেক মহিলা নিজেরাই ঘরে ন্যাপকিন তৈরি করে স্থানীয় মেয়েদের কম টাকায় বিক্রি করছে । বর্তমান রাজবধূ মেগানভারত থেকে ঘুরে গিয়ে নিজের সেই অভিজ্ঞতার কথা লিখেছিলেন টাইম ম্যাগাজিনে ।