ভোটের কাজে রির্জাভে থাকা ভোটকর্মীর অস্বাভাবিক মৃত্যু । উদ্বিগ্ন ভোটকর্মী মহল

ফের ভোটের কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল ভোটকর্মীর। তিনি বুনিয়াদপুরের শ্যামাপল্লী এলাকায়  ভোটের কাজের জন্য রিজার্ভে ছিলেন।নাম বাবুলাল মুর্মু।তিনি কুশমণ্ডীর সরলা এফ পি স্কুলের শিক্ষক ছিলেন। ভোটকর্মীর মৃত্যু ঘিরে চূড়ান্ত উদ্বেগ তৈরি হয়েছে ভোটকর্মী মহলে। গতকাল সকালে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন।তারপর বুনিয়াদপুরের শ্যামাপল্লী এলাকায় ছিলেন ।এরপর আজ সকালে বাড়ির একটি ঘরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, ভোটের ডিউটি নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি।

অর্ণব রায়ের নিখোঁজ রহস্য ঘিরে যখন ভোটকর্মীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে, ঠিক তখন শিক্ষকের  অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ ও উত্তেজনা ।ভোটের কাজে গিয়ে পাঁচ দিন পরও নিখোঁজ নদীয়া জেলা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্ণব রায়। তিনি ইভিএম ওসির দায়িত্বে ছিলেন।স্বাভাবিক ভাবেই স্বামীর সন্ধান না পেয়ে অত্যন্ত উদ্বিগ্ন অর্ণববাবুর স্ত্রী অনিশা যশ।অনিশাদেবীও নদীয়া জেলাশাসকের দপ্তরে ডব্লিউবিসিএস অফিসার হিসেবে কর্মরত। স্বামী নিখোঁজ হওয়ার ঘটনায় অনিশা যশ বলেন, ”সবার সহযোগিতা পাচ্ছি ঠিকই? কিন্তু, পুলিশকেও আরও বেশি সক্রিয় হওয়া উচিত।

অর্ণবের সন্ধান চেয়ে রাজ্য প্রশাসনকে চূড়ান্ত সময়সীমা দিয়েছে ভোটকর্মীদের একটি সংগঠন। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে ফিরিয়ে না আনা হলে তীব্র আন্দোলন গড়ে তোলার ডাক শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ঐক্যমঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে নোডাল অফিসার অর্ণব রায়কে ফিরিয়ে আনতে না পারলে ২৫ এপ্রিল কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরে অভিযান হবে।

 

 

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন