আবারও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিনিধি— স্বাভাবিক ছন্দে ফিরে আসার আগে আরও একবার বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার সকালে কলম্বো থেকে ৪০ কিলোমিটার দূরে পাগোডায় ওই বিস্ফোরণ ঘটে। সকালে প্রবল ওই বিস্ফোরণটি ঘটে পাগোডায় ম্যাজিস্ট্রেট আদালতের পেছনের একটি ফাঁকা জমিতে।

কলম্বো পুলিশের মুখপাত্র রুয়ান গুনশেখর জানিয়েছেন, পাগোডা শহরের বিস্ফোরণে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তিনি আরও জানিয়েছে, রবিবারের মতো অত শক্তিশালী ছিল না এই বিস্ফোরণ। তবে কীসের থেকে বিস্ফোরণ হল, এর পেছনে কারও হাত রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে ফের বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

উল্লেখ্য, ২১ এপ্রিল একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কলম্বো ও তার পাশ্ববর্তী এলাকা। এখনও পর্যন্ত ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩৫৯ জনের। আহত ৫০০ জন।

বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস। এখনও পর্যন্ত ওই ঘটনায় মোট ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে গ্রেফতার হওয়া ওই ৬০ জনের মধ্যে মনে করা হচ্ছে ওই ঘটনায় মোট ৯ জন জড়িত। এদের মধ্যে এক মহিলাও রয়েছে। পুলিস জানিয়েছে, ওইসব জঙ্গিরা প্রত্যেকেই উচ্চ শিক্ষিত। অনেকে বিদেশে পড়াশোনাও করেছে। কেউ কেউ শ্রীলঙ্কার উচ্চবিত্ত পরিবারের সন্তান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন