হিমালয়ের কোলে মিলল বিশালাকৃতি পায়ের ছাপ, উস্কে দিল ইয়েতির জল্পনা!

নিজস্ব প্রতিনিধি— তবে কি সত্যিই বরফে ঢাকা হিমালয়ের ইয়েতির সন্ধান মিলল? ভারতীয় সেনার একটি অভিযাত্রী দলের টুইটারে শেয়ার করা বিশালাকৃতির পায়ের ছাপ আপাতত সেই জল্পনাই উস্কে দিয়েছে। ফের আরও একবার হিমালয়ের রহস্যময় ইয়েতির অস্তিত্ব নিয়ে বিতর্কিত প্রশ্নটি মাথাচাড়া দিয়েছে।

গত ৯ এপ্রিল ভারতীয় সেনার মাউন্টেনিয়ারিং এক্সপিডিশন দল নেপালের মাকালু বেস ক্যাম্পে গিয়েছিল। তাঁদের দাবি, মাকালু-বরুণ ন্যাশনাল পার্কের কাছে বরফের উপর কিছু বিশালাকৃতির পায়ের ছাপ দেখে, সেগুলি ইয়েতির পায়ের ছাপ বলে দাবি করে টুইট করল ভারতীয় সেনা! প্রশ্ন উঠেছে, সেনার তরফে কী করে এমন ভিত্তিহীন বক্তব্য পেশ করা সম্ভব! সেনা অবশ্য সে সন্দেহ উড়িয়ে দিয়ে দাবি করছে, ইয়েতি সম্পর্কিত যাবতীয় ছবি ও ভিডিও খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আনবে তারা। ইতিমধ্যেই নিজেদের বক্তব্যের সপক্ষে টুইটে কিছু ছবি প্রকাশ করেছে সেনা। তাতে দেখা যাচ্ছে, বরফের উপরে বেশ বড় বড় ছাপ পড়ে রয়েছে। সেই পায়ের আকৃতি ছিল ৩২x১৫ ইঞ্চি। যদিও একটি পায়েরই চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সেনা। যে প্রাণীরই হোক না কেন, সোজা একটা সরলরেখা ধরে এগিয়ে গিয়েছে সেই পায়ের ছাপগুলি। নির্দিষ্ট দূরত্ব রেখে, বেশ কিছুটা তফাতে পড়েছে এক একটা ছাপ, বরফের উপর তৈরি হয়েছে গভীর চিহ্ন। ভারতীয় সেনার এই দাবি ইয়েতির অস্তিত্বের প্রসঙ্গকে ফের উস্কে দিল। যদিও বিজ্ঞানীরা এটাকে ইয়েতির পায়ের ছাপ বলতে নারাজ।

তবে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন নেটিজেনরা। আর স্বাভাবিক ভাবেই তাতে মজার মন্তব্যের শেষ নেই। কেউ বলেছেন, মোদীজিকে ভোট করাতে গুহা থেকে বেরিয়ে এসেছে ওই ইয়েতি। কেউ আবার বলেছে, ইয়েতিটা নিশ্চয় চৌকিদার ইয়েতি, তাই তাকে দেখতে পেয়েছে ভারতীয় সেনা। কেউ আবার তীব্র নিন্দা করে বলেছেন, কোনও বিশেষজ্ঞের মতামত না নিয়ে এরকম একটা পোস্ট করা মোটেই উচিত হয়নি সেনার।

https://twitter.com/_IC1101_/status/1122941952951873536

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন