নিজস্ব প্রতিনিধি : ফোন করে ডেকে তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলরকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম শহরের মাঝিরপাড়া এলাকায়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরে ওই প্রাক্তন কাউন্সিলর ঝাড়গ্রাম থানায় দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন । জানা গিয়েছে এদিন দুপুরে ঝাড়গ্রাম শহরের দুই নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কল্লোল তপাদার ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন এদিন মাঝিপাড়া থেকে ফোনে তাকে ডেকে পাঠানো হয় কথা আছে বলে।উল্লেখ্য দিন কয়েক আগে ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন একটি শিশুর মৃত্যু হয়েছিল।চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছিল।কল্লোল বাবু সংবাদ মাধ্যমের কাছে জানান ওই ঘটনার পর এলাকার লোকেরা বলেছিল হাসপাতাল ভাঙচুর করা হবে, চিকিৎসককে মারধর করা হবে এমন লেখাতে তাকে সই করে দিতে হবে।কল্লোল বাবু বলেন “আমি বলেছিলাম আমি এখন কাউন্সিলর নেই ।আমি সই করতে পারিনা।তাছাড়া মারামারি, ভাঙচুর করা সমর্থযোগ্য নয়।পুলিশ , প্রশাসনিক কোন সাহায্য লাগলে তা করতে পারি।”এদিন দুপুরে কল্লোল বাবুকে ফোন করে ডাকা হয় ।কল্লোল বাবু একাই গিয়েছিলেন।অভিযোগ তার সঙ্গে কিছু কথা বলার আগেই কিল চড় মারা শুরু করে।গেঞ্জি ছিঁড়ে দেওয়া হয়।মাটিতে ফেলে লাথি মেরে নর্দমায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ।এদিন কল্লোল বাবু ঝাড়গ্রাম থানার সামনে দাঁড়িয়ে বলেন “আমাকে মারধরের ঘটনা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ।লোকসভা ভোটের এলাকায় অশান্তি তৈরি করার জন্য বিজেপির লোকজন এই ঘটনা ঘটিয়েছে ।”এই বিষয়টি জানতে বিজেপি নেতৃত্বকে ফোন করা হলে ফোন ধরেনি।এই ঘটনার পর কল্লোল বাবু ঝাড়গ্রাম সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করান ।মাথায় এবং বুকের পাঁজরে গুরুতর আঘাত লেগেছে তার বলে জানা গিয়েছে ।