বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট টি তে এক্সআই ও নু গ্রীক ভাষার এই দুটি বর্ণমালা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। মে মাসে বিভিন্ন প্রকার করোনা ভাইরাসের নামকরণের সময় গ্রীক বর্ণমালাই বেছে নিয়েছিল। কারন হিসেবে তারা জানিয়েছিল গ্রীক বর্ণমালা বিশ্বের মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত এবং কম বিভ্রান্তিকর । ভারতীয় করোনার নামকরণ সে-ই কারণেই ডেল্টা হয়েছিল।সেইভাবেই দক্ষিণ আফ্রিকার করোনা সংক্রমনের নাম গ্রীক পঞ্চদশ বর্ণমালা অনুযায়ী নামকরণ হয়েছে ওমিক্রন।