দেশে করোনা সংক্রমণ শুরুর প্রথম থেকেই নাটক করে চলেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বালসোনারো। কিন্তু শেষমেষ তিনিই করোনায় আক্রান্ত হয়ে কোয়ারানটিনে যেতে বাধ্য হয়েছেন। কয়েক সপ্তাহ হল, তিনি ব্রাসিলিয়ার বাসভবনেই ঘরবন্দি। এই অল্প সময়ের মধ্যেই কোয়ারানটিন ভাঙার কথা বলে আরও একপ্রস্থ নাটক করেন তিনি। বুধবার আবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট হাতে এলে দেখা যায় তিনি এখনও কোভিড পজিটিভ।
প্রথম থেকেই করোনা সংক্রমণ নিয়ে ছেলেখেলা করে গিয়েছেন তিনি। এমনকি বারবার করোনা নিয়ে নিজের সরকারের বিধিনিষেধ না মানার কথা বলেছেন তিনি। করোনার মতো অতিমারীকে নিতান্ত তুচ্ছ মনে করে করোনা পজিটিভ হয়েও জনগণের সামনে চলে এসেছেন দায়িত্বজ্ঞানহীনভাবে। যদিও এসব নিয়ে তাঁর বিশেষ হেলদোল নেই।
গত মঙ্গলবারই আরও একবার কোয়ারানটিনে থাকা ব্রাজিলের প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করা হয়। বুধবার জানা যায় এখনও পজেটিভ তিনি। চিকিত্সকরা জানিয়েছেন, ৬৫ বছর বয়সি প্রেসিডেন্টের শরীরে করোনা জাঁকিয়ে বসেছে। এমনকি করোনা চিকিত্সার নিয়মাবলীও তিনি মানতে চাইছেন না। ফলে তাঁকে এখনও বেশ কয়েকদিন ঘরবন্দিই থাকতে হবে বলে জানা গিয়েছে। আপাতত, ঘরে বসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি কাজ সামলাচ্ছেন।
কিছুদিন আগে বলসোনারো জানিয়েছিলেন, সুস্থ আছেন। শরীরে জ্বর বা শ্বাসকষ্ট কোনওটাই নেই। মুখে রুচিও আছে, যা কোভিডের লক্ষণ হিসেবে চিহ্নিত। করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ব্রাজিল বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকলেও শুরু থেকেই এই ভাইরাসকে সাধারণ সর্দি-কাশি-জ্বরের মতো সংক্রমণ বলে হালকাভাবেই নেন প্রেসিডেন্ট। এমনকি লকডাউনেও মত ছিল না প্রেসিডেন্টের। এখনও পর্যন্ত ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৭৫,৫২৩। আক্রান্ত ১৯,৭০,৯০৯ জন।