বিহার থেকে অস্ত্র বিক্রির জন্যে আসা ২ জনকে পাকড়াও করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিস। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬টি অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র সহ ৮০ রাউন্ড গুলি। ধৃতদের নাম পাণ্ডব কুমার যাদব ও বিকাশ কুমার যাদব।
An important step towards transforming the agriculture sector. https://t.co/3IvemvZWn4
— Narendra Modi (@narendramodi) July 8, 2020
জানা গিয়েছে, ধৃতরা দিনহাটা যাচ্ছিল অস্ত্রগুলি ক্রেতার হাতে তুলে দিতে। দিনহাটার পেটলার বাসিন্দা মণিরুল ইসলাম ওই অস্ত্রের ক্রেতা। গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার আইসির নেতৃত্বে পুলিস অভিযান চালায়। কোচবিহারের দেওয়ানহাট এলাকা থেকে ওই দুই যুবককে ধরে পুলিস।
ধৃতদের জেরা করে গ্রেফতার করা হয় মণিরুলকে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। কী কারণে এতগুলি অস্ত্র আনা হচ্ছিল, তাও খতিয়ে দেখছে পুলিস। প্রসঙ্গত, পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের সময় সংঘর্ষের ঘটনায় বারংবার শিরোনামে উঠে এসেছিল দিনহাটা।