ড্রাগ মাফিয়াকে মুক্তি দিতে মুখ্যমন্ত্রীই চাপ দিয়েছিলেন,পুলিশ আধিকারিককে।

মনিপুরের মহিলা পুলিশ অফিসার থোনাওজাম বৃন্দা অসম সাহসিকতার পরিচয় দিয়ে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন। হাইকোর্টে তিনি জানালেন, মনিপুরের বিজেপি মুখ্যমন্ত্রী হলেন বীরেন সিং গ্রেফতার করা ড্রাগ মাফিয়াকে মুক্তি দিতে তাঁর উপর চাপ তৈরি করেছিলেন। যদিও মনিপুর পুলিশ সার্ভিসের এই মহিলা পুলিশ অফিসারের অভিযোগ বা দাবির সত্যতা এখনও প্রমাণিত হয়নি। হাইকোর্টে একটি হলফনামা পেশ করেছেন বৃন্দা। বছর দুই আগে চান্দেল স্বশাসিত জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যান লুহখোসেই ঝাওকে গ্রেফতার করেছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে বড় সড় ড্রাগ চক্র চালানোর অভিযোগ ও প্রমাণ পেয়েছিলেন বৃন্দা। হলফনামায় বৃন্দা লিখেছেন, ঝাওকে মুক্তি দিতে এবং তাঁর বিরুদ্ধে পেশ করা চার্জশিট আদালত থেকে প্রত্যাহার করে নেওয়ার জন্য তাঁর উপরে চাপ তৈরি করা হয়েছিল। বিন্দারে দাবিতে উত্তর-পূর্বের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। ইতিপূর্বে কোন পুলিশ আধিকারিক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন বলেই মনে করতে পারছেন না। তিনি হলফনামায় জানিয়েছেন, ২০১৮ সালের ১৯ জুন মাঝ রাতে ন্যাব বাহিনী (নার্কোটিক অ্যান্ড অ্যাফেয়ার্স অব বর্ডার) নিয়ে তিনি ঝাওয়ের ডেরায় হানা দিয়েছিলেন। সেখান থেকে সাড়ে চার কেজি হেরোইন, প্রায় তিন লক্ষ ‘ওয়ার্ল্ড ইজ ইওরস’ ট্যাবলেট, ৫৭ লক্ষ টাকা নগদ টাকা উদ্ধার হয়। সেদিনই সাত জনকে গ্রেফতার করা হয়েছিল। তারপর বৃন্দার ওপর চাপ প্রয়োগ করে মুখ্যমন্ত্রী এন বিরেন সিং ঝাওয়ের মুক্তি দেওয়া নিয়ে চাপ প্রয়োগ করেন। বৃন্দার এই অভিযোগ এখনও আদালতে সত্যি বলে প্রমাণিত হয়নি। তবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগে তোলপাড় দেশ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন