ভারত চিন সীমান্তে কি কারণে যুদ্ধ শুরু হয়েছিল তা জেনে নিন !

ভারত চিন সীমান্তে কি কারণে যুদ্ধ শুরু হয়েছিল তা এবার প্রকাশ্যে এলো। জানা গিয়েছে, সমুদ্রপৃষ্ঠের ১৫ হাজার ফুট উঁচুতে অবস্থিত গালওয়ান নদীর উপত্যকায় চিনারা একটি তাঁবু বানিয়েছিল। গত ৬ জুন দুই দেশের সেনাকর্তাদের বৈঠকে স্থির হয়, চিন ওই তাঁবু সরিয়ে নেবে।সোমবার বিকালে ভারতীয় সেনা ওই তাঁবু সরিয়ে দিতে চেষ্টা করে। তখন চিনা জওয়ানরা ভারতীয় সেনার কর্নেল বি এল সন্তোষ বাবুকে আক্রমণ করে। দুই দেশের সেনার হাতেই ছিল ব্যাটন ও কাঁটা লাগানো রড। ভারতীয় সেনা সন্তোষ বাবুকে বাঁচাতে চেষ্টা করলে মারপিট বেধে যায়। দু’পক্ষই আরও সেনা ডেকে পাঠায়।

ছ’ঘণ্টা সংঘর্ষ চলে। ভারতের ২০ জন সেনা নিহত হয়। চিনের পক্ষেও অনেকে হতাহত হয়। প্রসঙ্গত, মে মাসের গোড়া থেকেই গলওয়ান উপত্যকা অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বড় সংখ্যায় সেনা মোতায়েন শুরু করেছিল চিন। জবাবে সেনা-সমাবেশ বাড়াচ্ছিল ভারতও। এর জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভারত-চিন সীমান্ত। তবে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে উদ্যত হয়েছিল দু’পক্ষই। হঠাৎই সোমবার রাতে সংঘর্ষের খবর আসে। এর জেরে সেনা সরানোর আলোচনা ধাক্কা খাবে বলে মত বিশেষজ্ঞ মহলের একাংশের। গোটা পরিস্থিতির জেরে যুদ্ধ আশঙ্কা দেখা দিয়েছে। যদিও সরকারি স্তরে এমন আশঙ্কার বিষয় উড়িয়ে দেওয়া হয়েছে। তবু সোশ্যাল মিডিয়া-সহ একাধিক আলোচনায় উঠে আসছে চিন-ভারত সংঘাত। এমন পরিস্থিতিতে একনজরে দু’দেশের সামরিক শক্তি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন