অদ্ভুত যুক্তিতে ধর্ষককে আগাম জামিন দিল কর্ণাটক হাইকোর্ট।অভিযুক্ত রাকেশ বি-কে আগাম জামিন মঞ্জুর করে উচ্চআদালত। বার ও বেঞ্চের দাবি, জামিনের আবেদনের শুনানিতে বিচারপতি কৃষ্ণা দীক্ষিত বলেন, ‘অভিযোগকারিণী জানিয়েছেন, ধর্ষণের পর তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। একজন ভারতীয় মহিলা এটা করতে পারেন না। আমাদের মেয়েরা ধর্ষিত হওয়ার পর এমন আচরণ করেন না।’
জামিন মঞ্জুরের আরও একটি যুক্তি হিসেবে আদালতের দাবি, নিগৃহীতা কেন ঘটনার দিন রাত ১১টার সময় অফিসে গিয়েছিলেন এবং কেন অভিযুক্তের সঙ্গে মদ্যপান করেছিলেন, তার কোনও সদুত্তর দিতে পারেননি নিগৃহীতা। এই কারণগুলি দেখিয়ে অভিযুক্তকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হলেও, কিছু শর্ত আরোপ করেছে আদালত। অনুমতি না-নিয়ে অভিযুক্ত ট্রায়াল কোর্টের আওতার বাইরে যেতে পারবেন না। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার তাকে স্থানীয় থানায় হাজিরা দিতে হবে।
#tiktokteens#tiktokstar#siyakakkar#suicides#onlyin16yerasold#shewassuccessfulenough#inherlife#thenwhyshetookthissteps😓😔💔😥 pic.twitter.com/S0ddtkw60F
— aamarsakal.com (@aamarsakal) June 25, 2020
প্রসঙ্গত, নিগৃহীতার সঙ্গে একই অফিসে কাজ করতেন অভিযুক্ত। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিগৃহীতার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল বলে অভিযোগ। তার অপরাধের প্রমাণ রয়েছে বলে দাবি করে জামিন নাকচের আবেদন জানিয়েছিলেন সরকারি আইনজীবী। অভিযুক্তকে জামিন দেওয়া হলে, তদন্তে ভুল পথে চালিত হতে পারে বলেও আদালতে জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে কর্নাটক হাইকোর্ট।