হুগলির উত্তরপাড়ার রাজ্যেন্দ্র অ্যাভিনিউয়ের একটি রাষ্ট্রায়ত্ত্বের ব্যাঙ্কের শাখার দিনেদুপুরে ডাকাতির ঘটনা ঘটল। বাইকে চড়ে এসে তিন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুঠ করে পালায় বলে অভিযোগ। শুক্রবার দুপুরে ব্যাঙ্ক ফাঁকাই ছিল। ব্যাঙ্কের কর্মীরা সেই সময় টাকা মেলাচ্ছিলেন। অভিযোগ, আচমকাই তিন যুবক মুখে মাস্ক পরা অবস্থায় বাইকে আসে। এরপর ব্যাঙ্কে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের বেঁধে রেখে লুঠপাট চালায়। ডাকাতি করে বাইকে চেপে পালানোর কয়েকটা টাকার বান্ডিল রাস্তায় পড়ে যায়। পরে পথচারীরা টাকার বান্ডিলগুলি কুড়িয়ে পুলিসের হাতে তুলে দেয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
Let us on #WorldEnvironmentDay join hands to ensure a greener planet for posterity. Harmony with nature is essential.
Planted along with Mrs Sudesh Dhankhar and #MayuriClub chairperson Sarita Ruia and others samplings at Raj Bhawan. pic.twitter.com/WSz0h1F2XN
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 5, 2020