তোলাবাজিকে ঘিরে ভাটপাড়ায় বোমাবাজি, এক বালকসহ জখম দুই।

তোলাবাজির লড়াইকে ঘিরে শুক্রবার বিকেলে তপ্ত হয়ে উঠল ভাটপাড়া থানার কাঁকিনাড়ার মানিকপীর এলাকা। মুড়ি-মুরকির মতন বোমাবাজিতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন বিকেলে মানিকপীরের ১৬ নম্বর গলির কাছে ব্যাপক বোমাবাজি হয়। বোমার স্প্রিন্টারে এক বালকসহ দু’জন আহত হয়েছে। আতঙ্কিত বাসিন্দারা ঘর থেকে রাস্তায় নেমে এসে ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Plz watch full vidio https://t.co/WHSBhYWzHS

— Adv. जूही सिन्हा (@sinhainc7) June 5, 2020

এই ঘটনায় ভাটপাড়া থানার পুলিশ সুগিয়া পাড়া থেকে সমীর সাউ নামে এক যুবককে আটক করে। ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের অভিযোগ, তোলাবাজিকে ঘিরে তৃনমূলের বাবুয়ার সঙ্গে অপর গোষ্ঠী কানা স্বপনের কাজিয়া তুঙ্গে। দুপক্ষের লড়াইকে ঘিরে এদিন বাবুয়ার সঙ্গীরা বোমাবাজি করেছে। একজন নতুন বাড়ি করছেন ওনি তোলা দিতে রাজি না হওয়ায় তৃনমূলের দুষ্কৃতীরা বোমাবাজি করেছে। যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃনমূল নেতা ধরম পাল গুপ্তা। তার বক্তব্য, ওখানে একজন নতুন বাড়ি বানাচ্ছেন। স্থানীয় দুষ্কৃতীরা ওই বাড়ির মালিকের কাছে টাকা দাবি করেছিল। তা দিতে অস্বীকার করায় স্থানীয়রা দুষ্কৃতীরা বোমাবাজি করেছে।

এই ঘটনার সাথে কোনও রাজনীতির সম্পর্ক নেই। অন্যদিকে, কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় এ দিন দুপুরে। পুকুরের মধ্যে মৃতদেহ ভাসছে এই খবর স্থানীয় মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়তেই হাসপাতাল অঞ্চলে মৃতের আত্মীয়-পরিজন এসে মৃতদেহ শনাক্ত করে। এরপরেই জানা যায় মৃত ওই ব্যক্তির নাম মোহন রাও (৬৫)। দীর্ঘদিন কামারহাটি জুট মিলে কর্মরত ছিলেন। এই ব্যক্তি চাকরির অবসরের পরে সেভাবে কোন স্থায়ী ঠিকানা ছিল না। ভবঘুরের মত ঘুরে বেড়াতো সমস্ত জায়গায়। দীর্ঘদিন বাইরে থাকার পর বেশ কিছু দিন আগেই কামারহাটিতে নিজের বাড়িতে ফিরেছিলেন ওই ব্যক্তি। এ দিন তার মৃত্যুর সংবাদ পেয়ে বাকরুদ্ধ পরিবারের লোকজন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন