সরকারি নির্দেশে টিকটক সহ বন্ধ হল ৫৯ টি চিনা অ্যাপ।

তার ২৪ ঘণ্টার মধ্যে ভারতের টিকটক প্রধান নিখিল গান্ধী এদিন বলেন, “ভারতীয় আইন অনুযায়ী আমরা টিকটক ব্যবহারকারীদের তথ্য গোপন রেখেছি। কোনও গ্রাহকের ব্যক্তিগত তথ্য আমরা চিন বা অন্য কোনও দেশের সরকারকে দিইনি।” সম্প্রতি আইফোনের নতুন অপারেটিং সিস্টেমের (আইওএস-১৪) আপডেট রিলিজ হয়েছে এবং এর মধ্যে একটি বিশেষ ফিচার রয়েছে। ওই বিশেষ ফিচারটি স্মার্টফোনে থাকলে, ব্যবহারকারীদের ডেটা কোন কোন অ্যাপ অ্যাকসেস করছে, সেগুলিকে শনাক্ত করে বলে দেওয়া যেতে পারে ফিচারের মাধ্যমে। এই ফিচারটির মাধ্যমেই জানা গেছে, টিকটক দীর্ঘদিন ধরেই সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ আইফোন ব্যবহারকারীর তথ্যের উপর নজর রাখে। ফোর্বস ম্যাগাজিনের একটি প্রতিবেদনে সম্প্রতি এই তথ্য প্রকাশিত হয়েছে। জানা গেছে, ভারতের গ্রাহকদের ফোনেও নজরদারি চালিয়েছে তারা, সংগ্রহ করেছে তথ্যও। এই তথ্য প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় সরকার ৫৯ টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করে দেয়।

নানা মহল থেকে ভারতে চিনা অ্যাপের ব্যবহার বন্ধ করার জন্যও কেন্দ্রের উপরে চাপ তৈরি হচ্ছিল। এবার সিদ্ধান্ত জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্ত অনুসারে টিকটক, ইউসি ব্রাউজার-সহ মোট ৫৯টি অ্যাপ ব্লক করা হল। ব্লক হওয়া অ্যাপগুলি হল –
১. TikTok
২. Shareit
৩. Kwai
৪. UC Browser
৫. Baidu map
৬. Shein
৭. Clash of Kings
৮. DU battery saver
৯. Helo
১০. Likee
১১. YouCam makeup
১২. Mi Community
১৩. CM Browers
১৪. Virus Cleaner
১৫. APUS Browser
১৬. ROMWE
১৭. Club Factory
১৮. Newsdog
১৯. Beutry Plus
২০. WeChat
২১. UC News
২২. QQ Mail
২৩. Weibo
২৪. Xender
২৫. QQ Music
২৬. QQ Newsfeed
২৭. Bigo Live
২৮. SelfieCity
২৯. Mail Master
৩০. Parallel Space
৩১. Mi Video Call — Xiaomi
৩২. WeSync
৩৩. ES File Explorer…

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন