কেরলে গর্ভবতী হাতিকে বাজি ভরা আনারস খাইয়ে খুন !

কেরলে লোকালয়ে চলে আসা একটি গর্ভবতী হাতিকে বাজি ভরা আনারস খাইয়ে খুন করার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর কেরালার মালাপ্পুরম জেলায়। বনকর্মীরা জানিয়েছেন, হাতিটি খবার সন্ধানে বন থেকে লোকালয়ে চলে আসে। সেখানেই ওই হাতিটিকে বাজি বারুদে ঠাসা একটি আনারস খাইয়ে দেওয়া হয়। আর আনারস খাওয়ার সঙ্গে সঙ্গে হাতিটির মুখের মধ্যে বিস্ফোরণ ঘটে। ছিন্নভিন্ন হয়ে যায় মুখ ও জিভ। অসহ্য যন্ত্রণা এবং খিদে নিয়ে সারা গ্রাম হেঁটে বেড়ায় সে। কিন্তু কোনও বাড়ি বা মানুষের ছিটেফোঁটাও ক্ষতি করেনি সে। নিজের চেষ্টাতেই খুঁজতে-খুঁজতে

 

হাতিটি পৌঁছে যায় ভেলিয়ার নদী পর্যন্ত। জলের খোঁজ পেয়েই সে চুপচাপ দাঁড়িয়ে পড়ে নদীর মাঝে। আর সেই দাঁড়িয়ে থেকেই মৃত্যু হয় তার। কৃষ্ণন জানিয়েছেন, অন্য দুটি কুনকি হাতি দিয়ে নদী থেকে এই হাতিটিকে তোলার চেষ্টা হলেও সে কোনও সাড়াশব্দ দেয়নি। কৃষ্ণন বলছেন, ‘আমার মনে হয় ওর ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করছিল। মৃত্যু আসন্ন ভেবেই সে আমাদের কিছু করতে দেয়নি।’ নদীতে দাঁড়িয়েই শেষ নিঃশ্বাস নেয় সে। মৃত্যুর পর তার দেহ ট্রাকে করে জঙ্গলে নিয়ে যান বনবিভাগের কর্মীরা, সেখানেই দাহ করেন তাকে। কৃষ্ণনের কথায়, ‘ডাক্তার ময়নাতদন্ত করে জানান, খুব তাড়াতাড়ি এক সন্তানের জন্ম দিত ও। মরার সময় কী যে কষ্ট হচ্ছিল ওর। মাথা নত করে ওর কাছে ক্ষমা চেয়ে নিলাম আমরা।’ হাতিটিকে জঙ্গলের মধ্যেই সমাধিস্থ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন