ফের জঙ্গি হামলায় কাঁপল পাকিস্তান। এবারে জঙ্গিদের লক্ষ্যস্থল ছিল নিরাপত্তার চাদরে মোড়া করাচি স্টক এক্সচেঞ্জ। এখন পর্যন্ত ওই হামলায় নিহত হয়েছেন ১০ জন। মৃদের মধ্যে ২ পুলিস কর্মীও রয়েছেন।
জানা গিয়েছে, সোমবার সকালে করাচি স্টক এক্সচেঞ্জে হামলা চালায় একদল জঙ্গি। প্রথমে তারা গ্রেনেড বিস্ফোরণ ঘটায় এক্সচেঞ্জের গেটে। তারপর গুলি চালাতে চালাতে ভেতরে ঢুকে পড়ে। তাদের বাধা দেওয়ার সুযোগই পায়নি নিরাপত্তারক্ষীরা। এক্সচেঞ্জ ভবনের ভেতরে এখনও জঙ্গিরা লুকিয়ে রয়েছে। একচেঞ্জ ভবনে রয়েছে একাধিক বেসরকারি ব্যাঙ্ক। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে ৪ জঙ্গি। আহত বহু। করাচির পুলিস কমিশনার গুলাম নবি মেমন সংবাদসংস্থাকে জানিয়েছেন, জঙ্গিদের সঙ…