কাল কলকাতায় আংশিক সূর্যগ্রহণ।

আগামী কাল, রবিবার ফের কলকাতা দেখা যেতে চলেছে সূর্যগ্রহণ। যদিও এই সূর্যের এই বলয়গ্রাস গ্রহণ কলকাতা থেকে দৃশ্য হবে না। সূর্যের বলয়গ্রাস এ বার উত্তর ভারত থেকে দৃশ্যমান হবে। কলকাতা-সহ ভারতের বাকি অংশে আংশিক গ্রহণ দেখা যাবে বলে সল্টলেকের ‘পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার’-এর তরফে জানানো হয়েছে।
তবে বেশ কয়েকদিন ধরে বর্ষার হাতছানিতে কলকাতার আকাশের মুখ ভার। তাই সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকলে সূর্যের খণ্ডগ্রাসও কতটা দেখা যাবে, তা নিয়ে সংশয় রয়েছে। যদি মেঘমুক্ত আকাশ থাকে তাহলে কলকাতার মানুষ প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে দেখতে পারবেন এই গ্রহণ।
পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীব সেন জানান, কলকাতায় আংশিক গ্রহণের শুরু সকাল ১০টা ৪৬ মিনিটে। শেষ দুপুর ২টো ১৭ মিনিটে। আকাশ পরিষ্কার থাকলে ৩ ঘণ্টা ৩১ মিনিট ধরে সূর্যের আংশিক গ্রহণ দেখার সুযোগ পাবেন কলকাতার মানুষ। কলকাতায় সূর্যের ৬৬ শতাংশ ঢাকা পড়বে। আর বলয়গ্রাসে উত্তর ভারতে ঢাকা পড়বে সূর্যের ৯৯ শতাংশই।
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর টানা ৩ ঘণ্টা ৫ মিনিট ধরে আংশিক সূর্যগ্রহণ দেখা গিয়েছিল কলকাতায়। তা দেখা গিয়েছিল কোচবিহার, দার্জিলিঙেও। তবে সূর্যের বলয়গ্রাস সবচেয়ে ভালভাবে দেখা গিয়েছিল দক্ষিণ ভারত থেকে। সে বারও বলয়গ্রাস দেখার সুযোগ পায়নি কলকাতা।

প্রসঙ্গত, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সৌভাগ্য কলকাতা-সহ এ রাজ্যের হয়েছিল ৩৯ বছর আগে। ১৯৮০ সালে। তার পর ১৯৯৫, ১৯৯৯ ও ২০০৯ সালেও ভারতে হয়েছে সূর্যগ্রহণ। তবে প্রত্যেকবারই কলকাতাকে আংশিক গ্রহণ দেখেই
সন্তুষ্ট হতে হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন