ক্রেডিট রেটিং এজেন্সি ফিচ – এর মতে ঋণ পাওয়ার যোগ্যতায় ভারতের স্থান বর্তমানে নেতিবাচক। কারণ ফিচ আগে ভারতের আর্থিক অবস্থা যত খারাপ হবে ভেবেছিল, এখন মনে করছে তার থেকে বেশি খারাপ হবে। তাই ঋণ পাওয়ার যোগ্যতার বিচারে ভারতকে ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’ পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। ফিচের বিচারে ভারতের ক্রেডিট রেটিং এখন ‘বিবিবি’। এজেন্সির মতে, করোনা অতিমহামারীর প্রেক্ষিতে ভারতের অর্থনীতিকে কয়েকটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
#IndianArmy #OpNamaste
“We were, we are and we will always be with you!” #ArmyAwaamConnect #JawanForAwaam #WeCanWeCare#CoronaMuktAwaam#JammuAndKashmir@adgpi @MoHFW_INDIA @diprjk pic.twitter.com/aXCJ66pSv7— NorthernComd.IA (@NorthernComd_IA) June 15, 2020
সরকারের ঋণের মাত্রা বাড়বে ব্যাপকভাবে। চলতি আর্থিক বছরে ভারতে আর্থিক কার্যকলাপ কমবে পাঁচ শতাংশ। ২০২১-২২ সালের আর্থিক বছরে ভারতের মোট জাতীয় উৎপাদন বৃদ্ধি পাবে ৯.৫ শতাংশ হারে। ভারতে লকডাউন শিথিল করার ফলে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ফিচ। ফিচের ধারণা, চলতি আর্থিক বছরে সরকারের ঋণ বৃদ্ধি পেয়ে হবে মোট জাতীয় উৎপাদনের ৮৪.৫ শতাংশের সমান। ২০১৯-২০ সালের আর্থিক বছরে ঋণের পরিমাণ ছিল জিডিপি-র ৭১ শতাংশ। আর এই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ফিচ।