সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এমন কিছু চিনা অ্যাপ চিহ্নিত করা হয়েছে, যেগুলি স্মার্টফোনে ইন্সটল করলে তথ্য চুরির অভিযোগ করা হয়েছে। এরই মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ৫২টি চিনা অ্যাপের কথা জানিয়েছে, যেগুলির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ রয়েছে। এগুলো হলো, TikTok, Vault-Hide, Vigo Video, Bigo Live, Weibo, WeChat, SHAREit, UC News, UC Browser, BeautyPlus, Xender, ClubFactory, Helo, LIKE, Kwai, ROMWE, SHEIN, NewsDog, Photo Wonder, APUS Browser, VivaVideo- QU Video Inc, Perfect Corp, CM Browser,
#IndianArmy #KhairiyatPatrols inquired about well being of the #Gujjars inducting to the pastures in higher reaches of #Langate, sensitised them about sanitisation practices to prevent #COVID19, provided medical aid to the needy.@adgpi#CoronaMuktAwaam #Kashmir#sundayvibes pic.twitter.com/9I70lZLvyq
— NorthernComd.IA (@NorthernComd_IA) June 14, 2020
Virus Cleaner (Hi Security Lab), Mi Community, DU recorder, YouCam Makeup, Mi Store, 360 Security, DU Battery Saver, DU Browser, DU Cleaner, DU Privacy, Clean Master – Cheetah, CacheClear DU apps studio, Baidu Translate, Baidu Map, Wonder Camera, ES File Explorer, QQ International, QQ Launcher, QQ Security Centre, QQ Player, QQ Music, QQ Mail, QQ NewsFeed, WeSync, SelfieCity, Clash of Kings, Mail Master, Mi Video call-Xiaomi, Parallel Space। প্রসঙ্গত, ভারতীয় গোয়েন্দা সুত্রে দাবি করা হয়েছে, ওই অ্যাপগুলি ব্লক করা হোক কিংবা ফোন ব্যবহারকারীদের নিষেধ করার নির্দেশ দেওয়া হোক। দেশের নিরাপত্তার কারণেই ওই অ্যপগুলির ব্যবহার বন্ধ করা উচিত বলে দাবি করেছে জাতীয় নিরাপত্ত কাউন্সিলও। তবে এ ব্যাপারে সরকারের তরফে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।