পুরীতে এবার রথযাত্রা কিভাবে হবে? যন্ত্রে, হাতির দ্বারা, না হলে অন্য কোনও বিকল্প পথে রথ টানার ব্যবস্থা করতে বলল ওড়িশা হাইকোর্ট। শনিবার দুটি জনস্বার্থ মামলার আবেদনের ভিত্তিতে এই পর্যবেক্ষণের কথা জানিযেেন প্রধান বিচারপতি মহম্মদ রফিক ও বিচারপতি বিশ্বজিত্ মোহা্নিকে নিযে গঠিত ডিভিশন বেঞ্চ। রথ চ্ব জুন, র জুলাই ডল্ঢোরথ। সম্প্রতি স্নানযাত্রার সময কার্ফু জারি করেও ভিড় এড়ানো যাযনি। এবার আবেদনকারীর পক্ষে বলা হযেিল, করোনা সংক্রমণ রোখার জন্য কেন্দ্রীয বিধি মানতে রাজ্যকে নির্দেশ দিক আদালত। কিন্তু আদালত সে পথে না গিযে পর্যবেক্ষণ বা পরামর্শ জানিয়েছেন।
My 50 DREAMS & counting…! 😉
————————
1. Learn how to Fly a Plane ✈️ 2. Train for IronMan triathlon 🏃🏻♂️
3. Play a Cricket Match left-handed 🏏
4. Learn Morse Code _.. 5. Help kids learn about Space. 🌌
6. Play tennis with a Champion 🎾
7. Do a Four Clap 👏 Push-Up ! (1/6) … pic.twitter.com/8HDqlTNmb6— Sushant Singh Rajput (@itsSSR) September 14, 2019
তাহলে এবার কিভাবে হবে পুরীর রথযাত্রা? রথের রশি কি হাতি টানবে, নাকি যন্ত্রযানের দ্বারা জগন্নাথ-বলরাম-সুভদ্রার ভারি তিনটি কাঠের রথ টানা হবে। ওড়িশার অ্যাডভোকেট জেনারেল আদালতকে এদিন জানিযেেন, করোনার কারণে দূরত্ববিধি মেনে চলুক সবাই, এটাই চায রাজ্য। তবে, এমন আবহে রথযাত্রা কিভাবে করা সম্ভব তা নিযে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনাযেের সরকার চূড়া্ন্ত সিদ্ধা্ন নেবে বলে জানা গিয়েছে।