করোনার কোপে যাদবপুরের ১২ পড়ুয়াকে নিয়োগপত্র দিয়েও প্রত্যাহার করল এক মার্কিন সংস্থা।

করোনার কোপে চাকরি, যাদবপুরের ১২ পড়ুয়াকে নিয়োগপত্র দিয়েও প্রত্যাহার করল এক মার্কিন সংস্থার

করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য জারি লকডাউনের ফলে বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে।তাই একাধিক সরকারি-বেসরকারি সংস্থা আপাতত নতুন করে কর্মী নিয়োগ বন্ধ রেখেছে। পাশাপাশি কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিভিন্ন সংস্থা। এমতাবস্থায় নতুন কাজে যোগ দেওয়া কর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। যেমন যাদবপুরের ১২ জন পড়ুয়া একটি মার্কিন সংস্থা থেকে নিয়োগপত্র পেয়েও চাকরি হারিয়েছে। জানা গিয়েছে, ওই পড়ুয়াদের ইমেলে চাকরির প্রত্যাহারপত্র পাঠানো হয়। আর এরপরেই অন্যান্য পড়ুয়াদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য্য জানিয়েছেন” ওই সংস্থাটি এই ১২ জন ছাত্রছাত্রীকে ইমেইল মারফত জানিয়েছে যে তারা নিয়োগ পত্র প্রত্যাহার করে নিচ্ছে।আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ওই কর্পোরেট সংস্থার সঙ্গে যোগাযোগ করি। ওরা আমাদের জানিয়েছে যদি ওরা আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করে তাহলে যাদবপুরে ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দেবে।”মূলত মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর একটি কর্পোরেট সংস্থায় চলতি বছরেই বিশ্ববিদ্যালয় এই ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্গালোরে চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু প্রাথমিকভাবে নিয়োগপত্র পেলেও কিছুদিন আগেই এই কর্পোরেট সংস্থাটি ছাত্র-ছাত্রীদের ইমেইল মারফত নিয়োগপত্র প্রত্যাহার করে নেওয়ার কথা জানায়। অন্যদিকে এই ঘটনার জেরে যাদবপুরের অন্যান্য চাকরি পাওয়া রতো পড়ুয়াদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এই ১২ জন পড়ুয়া ছাড়া বাকি এখনো পর্যন্ত যারা যারা প্লেসমেন্ট পেয়েছেন তাদের সবার চাকরি সুরক্ষিত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন