জমিতে ধান কাটতে গিয়ে বাজ পড়ে মৃত এক ।

পটাশপুরঃগত কয়েকদিন ধরে গোটা পূর্ব মেদিনীপুর জেলায় নিম্নচাপের জেরে লাগাতার ঝড়বৃষ্টি লেগেই চলেছে। এমন পরিস্থিতিতে শুক্রবার বিকেলে বৃষ্টি চলাকালীন মাঠে ধান কাটতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক কৃষকের। জানা গেছে মৃত ওই কৃষকের নাম তপন মালি(৩৪)। এদিন বিকেলে তিনি বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে ধান কাটতে গিয়েছিলেন। এমন সময় হঠাৎ বাজ পড়ে মৃত্যু হয় তার।
স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলায় মাঠে পড়ে থাকা ধানের ব্যাপক ক্ষতি হচ্ছিল। তাই এমন পরিস্থিতিতে মাঠে পড়ে থাকা ধান কাটতে গিয়েছিলেন মৃত ওই কৃষক সহ আরো কয়েকজন। এদিন বিকেলে তারা যখন ধান কাটছিল ঠিক সেই সময় হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হয়। এর ফলে তারা পাশের একটি গাছের তলায় গিয়ে আশ্রয় নেয়। এমন সময় হঠাৎই তপন মালি নামে ওই কৃষকের মাথায় বাজ পড়ে। ঘটনায় সঙ্গে সঙ্গে বাকিরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপর স্থানীয় পটাশপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। শনিবার সকালে ওই কৃষকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পটাশপুর থানার ওসি রাজকুমার দেবনাথ বলেন, “এদিন ওই কৃষক ধান কাটতে গিয়ে হঠাৎ বাজ পড়ে তার মৃত্যু হয়। আমরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।”।
এদিকে গোটা জেলা জুড়ে গত বেশ কয়েকদিন ধরে ঝড়-বৃষ্টি লেগে থাকায় বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মোটা পূর্ব মেদিনীপুর জেলায় এ বছর মোট ১ লক্ষ ২১ হাজার ৮০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। যার মধ্যে এখনো পর্যন্ত প্রায় অধিকাংশ জমিতে ধান তোলার কাজ সম্পন্ন হয়নি। বর্তমানে করোনা পরিস্থিতিতে একদিকে ধান তোলার জন্য গ্রামে-গঞ্জে উপযুক্ত লোক পাওয়া যাচ্ছেনা তার ওপর এভাবে নিম্নচাপের বৃষ্টি লেগে থাকায় বর্তমানে ধানের ব্যাপক ক্ষতি হচ্ছে। বেশ কিছু জায়গায় ধান মাটিতে লুটিয়ে পড়ছে যার ফলে ধানের মধ্যে অঙ্কুরোদগম শুরু হয়ে যাচ্ছে। জেলার সহ কৃষি অধিকর্তা মৃণালকান্তি বেরা বলেন, “ঝড়- বৃষ্টির ফলে ধানের ক্ষতির আশঙ্কা তো রয়েছে। তবে সব ক্ষেত্রে বাতাসের তীব্রতার ওপর ধানের ক্ষয়ক্ষতি নির্ভর করছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন