ফিরে এল ভোপাল স্মৃতি, বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ পাঁচ হাজার, মৃত এগারো ।

করোনার প্রকোপের মাঝেই এল নতুন বিপদ। বিশাখাপত্তনমের আরআর বেঙ্কটপুরমের একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক করে মারা গেলেন এক শিশুসহ এগারো জন। পাঁচ হাজারের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। চোখ জ্বালা ও প্রবল শ্বাসকষ্টের মতো একাধিক শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বহু মানুষ। কারখানার কর্মীদের সঙ্গে স্থানীয় এলাকার লোকজনও অসুস্থ হয়ে পড়েন। বিষাক্ত গ্যাস ছড়িয়ে মানুষের মারা যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় হুলস্থূল পড়ে যায়। লোকজন ছোটাছুটি শুরু করে দেয়।
দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। এছাড়া বিশাল পুলিসবাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। অ্যাম্বুল্যান্সে করে বহু মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেটার বিশাখাপত্তনম পুরনিগম জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকার বহু মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বহু মানুষের মৃত্যুর খবরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এনডিআরএফ ও এসডিআরএফ কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। একসঙ্গে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ায় সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হিমশিম খেয়েছে স্থানীয় প্রশাসন।
কারখানা সংলগ্ন এলাকার বহু মানুষ ঘটনার ভিডিয়ো তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বহু মানুষ অ্যাম্বুল্যান্স না পেয়ে অসুস্থ অবস্থায় রাস্তার পাশে বসে পড়েছেন। পুলিসের গাড়ি ও অ্যাম্বুল্যান্সের সাইরেনে গমগম করছে গোটা এলাকা। বেশ কিছু স্থানীয় মানুষও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। তবে হাসপাতালের ভর্তি অসুস্থদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন