কলকাতা পুরসভায় প্রশাসক নিয়ে রাজ্যের জবাব তলব রাজ্যপালের ।

পুরসভার মেয়াদ শেষ হয়ে গেলেও করোনা আবহে সম্ভব হয়নি পুর নির্বাচন। তাই কলকাতা পুরসভায় বসানো হয়েছে প্রশাসক। প্রশাসক হিসেবে বিদায়ী মেয়র ফিরহাদ হামিককেই দায়িত্ব দিয়েছে রাজ্য। কিন্তু রাজ্যের এই সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীর জবাব তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সংবিধানের ১৬৭ ধারা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্য সরকারের কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়েছেন রাজ্যপাল।

রাজ্যপাল টুইটে জানিয়েছেন, তিনি প্রথমে মুখ্যসচিব রাজীব সিনহার কাছে ৬ তারিখের বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চান। কিন্তু মুখ্যসচিব কোনও উত্তর না দেওয়ায় তিনি এবার মুখ্যমন্ত্রীর কাছে এই সিদ্ধান্তের বিষয়ে জানতে চান। সংবিধানের ১৬৭ ধারা অনুযায়ী, তাঁকে যেকোনও বিষয় জানানো মুখ্যমন্ত্রীর ‘কর্তব্য’ বলে উল্লেখ করেছেন ধনখড়। একইসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, সরকারের এই বিজ্ঞপ্তি গভীর তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, আজই শেষ হচ্ছে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কার্যকালের মেয়াদ। আগামীকাল থেকে পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার কথা তাঁর। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে ১৪ সদস্যের প্রশাসক বোর্ড ঘোষণা করে রাজ্য সরকার। যে বোর্ডের মাথায় রাখা হয়েছে ফিরহাদ হাকিমকেই।
যদিও কলকাতা পুরসভা আইন মোতাবেক প্রশাসক বসানো যায় না। কিন্তু উদ্ভূত করোনা পরিস্থিতিতে পুরভোট করা সম্ভব না হওয়ায় কলকাতা পুরসভার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যায়। এরপরই রিমুভ্যাল অফ ডিফিকাল্টিস অ্যাক্ট-এ ফিরহাদ হাকিমকেই প্রশাসক হিসেবে চূড়ান্ত করে নবান্ন। এরপরই সরকারের তরফে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন