সারা দেশে ক্রমাগত বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। এপর্যন্ত ৩০৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন৭৫ জন এবং ২১৩ জন রোগী সুস্থ হয়েছেন। এই পরিস্থিতিতে সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৮ এপ্রিল রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে এই মহামারী নিয়ন্ত্রণের রোডম্যাপ নির্ধারণে সরকারের তরফে বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে পরামর্শ চাওয়া হতে পারে বলে সরকারি আধিকারিকরা জানিয়েছেন। প্রসঙ্গত, লোকসভা ও রাজ্যসভার সদস্যদের সঙ্গে এই করোনা-বৈঠক হবে। তবে সংসদ বিষয়ক মন্ত্রী প্লহ্লাদ যোশী এক বিবৃতিতে জানিয়েছেন, সংসদে পাঁচ জনের বেশি সদস্য আছে এমন রাজনৈতিক দলগুলিকে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হবে। নবান্নের হিসেবে এই মুহূর্তে বাংলায় করোনা-আক্রান্তের সংখ্যা ৪৯। তবে আক্রান্তের সংখ্যায় এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের মোট সংখ্যা ৪২৩ জন। দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু, মোট আক্রান্তের সংখ্যা ৪১১। দিল্লিতেও একলাফে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮৬ জন।