করোনা ধরা পড়তেই আতঙ্ক, হলদিয়া বন্দরের কাজ বন্ধ ।

হলদিয়াঃ হলদিয়া বন্দরে বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীর করোনা ধরা পড়তেই এবার আতঙ্ক ছড়াল শহর লাগোয়া আশপাশের গ্রামগুলিতেও। করোনা আতঙ্কের জেরে হলদিয়া সুতাহাটার গ্রামে ঢোকার রাস্তা বাঁশ দিয়ে আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা। এমনকী ওই গ্রামগুলির ভিতর দিয়ে বন্দরমুখী রাস্তাও ঘিরে দেওয়া হয়েছে। বন্দরের শ্রমিক কর্মচারীরা যাতে যাতায়াত করতে না পারেন সেজন্য আটকানো হয়েছে রাস্তা। এদিকে করোনার ভয়ে কার্যত শুনসান হলদিয়া বন্দর। ডকের ভিতরে থাকা জাহাজগুলি শনিবার বের করে দিয়ে বন্দর ফাঁকা করা হয়েছে। শ্রমিক কর্মচারীরাও কাজে আসতে চাইছেন না। ওই কর্মী যে ১৩ নম্বর বার্থে ক্রেনে কার্গো হ্যাণ্ডেলিংয়ে কাজ করতেন সেখানেও কাজ বন্ধ। এদিন দুপুরে বন্দরের আধিকারিক রা জরুরি ভিত্তিতে বন্দরের চেয়ারম্যানের সঙ্গে ভিডিও কনফারেন্সে করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন