মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, মার্কিন মুলুকে হাইড্রোঅক্সিক্লোরোকুইন রফতানি করবে ভারত। আর এরপরেই সুর নরম হয়ে গেলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বুধবার ট্রাম্প করোনা মোকাবিলায় নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসা করেন। এছাড়াও তিনি একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমি কয়েক লক্ষ ডোজ কিনেছি। তা প্রায় ২৯ মিলিয়নের বেশি তো হবেই। আর এর বেশিরভাগটাই আসে ভারত থেকে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার কথা হয়েছে।
আন্তর্জাতিক চাপের মুখে ২৪টি ওষুধ রফতানিতে নিষেধাজ্ঞা তুলল কেন্দ্র ।
তাঁকে জিজ্ঞাসা করেছি রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা ওঠাবেন কি না। উনি সত্যিই খুব ভালো। কী জানেন তো ভারত রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল দেশের আক্রান্তদের চিকিত্সার কথা মাথায় রেখে।’ যদিও ভারত প্রথমে হাইড্রোঅক্সিক্লোরোকুইন রপ্তানি করবে না বলে জানিয়েছিল। আর তারপরই সোমবার আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ভারত যদি অ্যান্টিম্যালেরিয়াল ওষুধ মার্কিন মুলুকে রফতানির অনুরোধ নাকোচ করে, তাহলে তার ফল ভুগতে হবে ভারতকে। এরপরই ভারত তার অবস্থান বদল করে।