লকডাউনের ফলে গাড়ি জোগাড় না হওয়ায় হিন্দু বৃদ্ধার দেহ কাঁধ দিয়ে শশ্মানে নিয়ে গেলেন মুসলিম যুবকরা। এমনকি বৃদ্ধার শেষকৃত্য শেষ হওয়া পর্যন্ত, তাঁর ছেলের সঙ্গে উপস্থিত থাকলেন শশ্মানে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। জানা গিয়েছে, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার তিনি মারা যান। কিন্তু লকডাউনের জেরে গাড়ি জোগাড় না হওয়ায়, প্রতিবেশী মুসলিম যুবকরা এগিয়ে আসেন সাহায্যের জন্য। তারাই কাঁধ দিয়ে আড়াই কিলোমিটার হেঁটে ওই বৃদ্ধার মৃতদেহকে শশ্মানে নিয়ে যান। এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, মাথায় টুপি ও মুখে মাস্ক পরে বৃদ্ধার মরদেহ কাঁধে নিয়ে যাচ্ছেন মুসলিম যুবকরা। তাঁদের প্রশংসা করেন নেটিজেনরা। এই পরিস্থিতিতেও যে দায়িত্ববোধ তাঁরা দেখিয়েছেন তার প্রশংসা করেন সবাই। সংবাদসংস্থা পিটিআইকে তাঁরা জানিয়েছেন, ওই বৃদ্ধাকে ছোট থেকে তাঁরা চিনতেন। তাই এই অবস্থায় তাঁর ছেলেদের সাহায্য করা নিজেদের কর্তব্য বলে মনে করেছেন তাঁরা।