গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৪৩৭ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে দেশে মোট কোভিড-১৯ আক্রান্ত ১৮৩৪ জন। এক দিনে এই বিপুল সংক্রমণের জন্য দিল্লির নিজামুদ্দিন এলাকার তবলিগ-ই-জামাত-কে দায়ী করেছে স্বাস্থ্য মন্ত্রক। রিপোর্ট বলছে, দিল্লির মারকাজ নিজামউদ্দিন মসজিদের বিপুল জমায়েতের কারণেই দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার ছুঁতে পারে।
গত ২২ মার্চ রবিবার দেশজুড়ে ‘জনতা কার্ফু’পালন করা হয়েছে। ২৪ তারিখ থেকে ২১ দিনের লকডাউন চলছে দেশে। কিন্তু তার পরেও দিল্লির মারকাজ নিজামুদ্দিন মসজিদের ধর্মীয় জমায়েতে যোগ দিয়েছিলেন শয়ে শয়ে মানুষ। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, ৭,৬০০ জন ভারতীয় ও ১৩০০ বিদেশি প্রতিনিধির যোগ পাওয়া গেছে ওই দিনের ধর্মীয় জমায়েতে। জানা গিয়েছে, ওই জমায়েত থেকে তেলঙ্গানায় ফেরা ছ’জনের মৃত্যু হয়েছে। জম্মু-কাশ্মীরে মৃত্যু হয়েছে আরও এক জনের। আন্দামান নিকোবরে ফিরে যাওয়া ১০ জনের করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ ছাড়া দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি দেশ-বিদেশের কয়েকশো মানুষ।
কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গতকাল, ১ এপ্রিল পর্যন্ত ১,০৫১ জনকে কোয়ারেন্টাইটে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ২৫ জন কোভিড-১৯ পজিটিভ। পুলিশ জানাচ্ছে, ধর্মীয় জমায়েতে যোগ দেওয়া বা যাঁরা সেদিন তবলিগ-ই-জামাতে ছিলেন তাঁদের সংস্পর্শে আসা অন্তত ৭,৬৮৮ জনকে দ্রুত কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। তা না হলে সংক্রমণ সারা দেশেই ছড়িয়ে পড়বে হুহু করে। সূত্রের খবর, ওই দিন তবলিগ-ই-জমাতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তাইল্যান্ড, নেপাল, মায়ানমার, বাংলাদেশ, কিরঘিজস্তান, আফগানিস্তান, আলজিরিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ফ্রান্স, কুয়েত থেকে প্রতি�