বিশ্বে করোনার থাবার মৃত ৫১ হাজার, আক্রান্ত ১০ লক্ষ ছাড়াল ।

বিশ্বজুড়ে মারণ ভাইরাস কোভিড-19 এর হানায় মৃত্যু মিছিল অব্যহত। বৃহস্পতিবার রাতেই সেই সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে গিয়েছে। এ দিকে, এখনও পর্যন্ত ১০ লক্ষের বেশি মানুষ আক্রান্ত মারণ ভাইরাসে। মোট ২০৪টি দেশ এবং অঞ্চলে বর্তমানে করোনা ছড়িয়ে পড়েছে।
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই মারণ ভাইরাসের মোকাবিলায় প্রয়োজনীয় সামগ্রীতে যাতে টান না পরে তা নিশ্চিত করার জন্য প্রতিটি দেশের কাছে আবেদন করেছে তারা। একই সঙ্গে কোনও দেশের একজন নাগরিকও যাতে অভুক্ত না থাকেন সেই ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গত ডিসেম্বরে চিনের চৌহদ্দি ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়াতে থাকে করোনার সংক্রমণ। চিনের থেকেও করোনার তাণ্ডব বেশি ইতালি, স্পেন এবং আমেরিকায়। বৃহস্পতিবার রাতের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন ১০ লক্ষ ৫ হাজার ৮৭১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫১ হাজার ৬৭১ জনের। শুধু ইতালিতেই মারা গিয়েছেন ১৩,৯১৫ জন। মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে স্পেনে। সেখানে এখনও পর্যন্ত ১০,০৯৬ জন এই মারণ ভাইরাসের বলি হয়েছেন। আমেরিকায় এ পর্যন্ত মারা গিয়েছেন ৫,৭৬৮ জন। আর সংক্রমণের শিকার ২ লক্ষ ৩৮ হাজার ৮৩৬ জন। ফ্রান্সে মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে।
এ ছাড়াও ইরানে ৩১৬০ জন, ব্রিটেনে ২৯২১ জন, নেদারল্যান্ডে ১০৮৩ জন, জার্মানিতে ১১০৪ জন, বেলজিয়ামে ১০০১ জন, স্যুইৎজারল্যান্ডে ৫৩৬ জন, তুরস্কে ৩৫৬ জন এবং সুইডেনে ৩০৮ জন এই মারণ ভাইরাসের বলি হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন