প্রতি মুহূর্তেই মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে নিউ ইয়র্কে। লড়াই এ বার স্পেন থেকে সরছে আমেরিকার দিকে। মার্চ থেকে শুরু হওয়ার পরে করোনায় মৃত্যুর সংখ্যার দিক থেকে স্পেন একটু স্বস্তির শ্বাস ফেলছে। স্পেনে ৬৭৪ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।
শেষ তথ্য অনুসারে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৪২৮। আক্রান্ত ১২ লক্ষ ৭২ হাজার ৯৫৩।
মৃত্যুর হার কমেছে ফ্রান্সে। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫৭ জনের।
মারণ ভাইরাসের উৎপত্তি নিয়ে চাপানউতোর পাশে রেখে নিউ ইয়র্কের জন্য ১ হাজার ভেন্টিলেটর দিল চিন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের অন্তঃসত্ত্বা সঙ্গিনী ক্যারি সাইমন্ডস আজ জানিয়েছেন, কোভিড-১৯-এর উপসর্গ দেখা দেওয়ায় এক রকম শয্যাবন্দি ছিলেন। বরিস আক্রান্ত হওয়ার সময় থেকেই আলাদা থাকছেন তিনি।আর বরিস জনসনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসায় হাসপাতালে ভরতি রয়েছেন।
এদিকে ইরানে ১৫১ জন মারা গিয়েছেন আজ। মৃতের মোট সংখ্যা ৩৬০৩।