প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় , সারাদেশ জুড়ে চিন্তার ছায়া নেমে এসেছিল। কিন্তু প্রধানমন্ত্রী ইমরানের খানের লালারসের নমুনা নেগেটিভ মিলেছে। করোনা টেস্টের পর জানা গিয়েছে, ইমরান খানের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ নেই। তাঁর রেজাল্ট নেগেটিভ এসেছে। করোনা সংক্রামিত এক ব্যক্তির সঙ্গে ইমরান খান বৈঠক করায় তাঁর সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছিল। পাকিস্তানের এধি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়জল এধির গত সপ্তাহ থেকে করোনা উপসর্গ দেখা যায়। তারপর তাঁর লালারসের নমুনা পাঠানো হলে রেজাল্ট আসে পজিটিভ।গত ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেন এধি। আর এরপরেই সমস্ত নিয়ম মেনে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য রিপোর্ট নেগেটিভ এলেও পাক প্রধানমন্ত্রী আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানা গিয়েছে। ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ফইজল সুলতান জানিয়েছেন, “আমরা সমস্ত প্রোটোকল মেনে যা যা সতর্কতামূলক পদক্ষেপ করার তাই করব।” বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী সংক্রামিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের নমুনা পরীক্ষা এবং কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। নমুনা পরীক্ষা হয়ে গেলেও আপাতত গৃহবন্দি থাকবেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।