নিম্নচাপের জেরে অকাল বর্ষণ, চলতি সপ্তাহে দুই বঙ্গেই চলবে বৃষ্টিপাত ।

নিজস্ব প্রতিনিধি -এখনি থামছে না দুর্যোগ নিম্নচাপের জেরে অকাল বর্ষণের সম্ভাবনা মে মাসের প্রথম সপ্তাহের প্রথম কয়েক দিন চলবে বৃষ্টিপাত। আগামী 48 ঘন্টা দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। শুধু দক্ষিণবঙ্গের নয়, আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বিগত সপ্তাহের বেশিরভাগ দিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আকাশ ছিল মেঘলা। বৃষ্টিপাতও হয়েছে বিক্ষিপ্তভাবে। যার দরুন তাপমাত্রা কমেছে অনেকটাই। চলতি সপ্তাহে অবস্থার বিশেষ পরিবর্তন হবে না, দাবি আলিপুর আবহাওয়া দফতরের। কিন্তু কেন হঠাৎ এই অকাল বর্ষণ?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরের উপরে 30 এপ্রিল বৃহস্পতিবার একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে । এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মনে করছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করবে এবং রবিবারের মধ্যে মায়ানমার উপকূলে পৌঁছতে পারে। যার দরুন ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের কথায়, প্রথমে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এই নিম্নচাপটির অভিমুখ থাকলেও পরে তা বদল হবে এবং উত্তর ও-উত্তরপূর্ব দিকে এই নিম্নচাপটি অগ্রসর হয়ে মায়ানমার উপকূলে পৌঁছতে পারে। প্রথমে 40 থেকে 45 কিলোমিটার বেগে অগ্রসর হলেও তা ক্রমশ শক্তিশালী হয়ে উঠবে। এমনকি নিম্নচাপের ফলে ঘণ্টায় 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানা গেছে।
পশ্চিমবঙ্গের সক্রিয় প্রভাব না পড়লেও প্রচুর পরিমাণ জলীয়বাষ্প এই নিম্নচাপের জেরে রাজ্যে ঢুকবে। ফলে শুক্রবার থেকে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। কলকাতা সহ বাঁকুড়া ,হলদিয়া ,মালদা, দুই মেদিনীপুর , উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, শিলিগুড়ি, কালিমপং, শ্রীনিকেতনে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে সূত্রের খবর।
এদিকে মঙ্গলবার কলকাতাসহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়। এদিন কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25. 1 ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতে দিন 10 মিলিমিটার বৃষ্টিপাত হয়। সূত্রের খবর, বুধবারও কলকাতা সহ 8 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার কোন সম্ভাবনা নেই। যার দরুন তাপমাত্রাও কমবে এক ধাক্কায় বেশ কিছুটা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন