জল্পনা উসকে দিয়ে ট্রাম্প জানালেন, তিনি জানেন কেমন আছেন কিম !

তিনি ভাল আছেন। আমি তাঁর সুস্বাস্থ্য কামনা করি। সোমবার উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন সম্পর্কে এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে দক্ষিণ কোরিয়া থেকে বলা হয়, কিম জীবিত আছেন। ট্রাম্পও এদিন কার্যত সেকথাই স্বীকার করে নেন। তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কি কিমের স্বাস্থ্যের ব্যাপারে জানেন? ট্রাম্প বলেন, “নিশ্চয় জানি। খুব ভাল করেই জানি। কিন্তু এখন তা আপনাদের বলতে পারব না।” পরে ট্রাম্প বলেন, মিডিয়া ‘খুব শীঘ্রই’ কিম সম্পর্কে জানতে পারবে। প্রসঙ্গত, প্রায় দু’মাসে জনসক্ষমে দেখা যায়নি কিমকে। দক্ষিণ কোরিয়ার এক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর থেকে সংকটজনক অবস্থায় রয়েছেন উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক। এরমধ্যেই জল্পনা বেড়ে যায় পিয়ংইয়ংয়ে চিনা চিকিৎসক দলের সফর ঘিরে। মুহূর্তেই কিমের উত্তরসূরি খুঁজতে শুরু করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। যদিও উত্তর কোরিয়ার নেতা যে প্রয়াত নন, তা রবিবারই স্পষ্ট করে দিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে এরপরও কিমের উত্তরসূরি নিয়ে আলোচনা থামছে না। বরং কার সম্ভাবনা বেশি, তা নিয়ে চলছে জোর জল্পনা। কূটনৈতিক মহলের ধারনা কিমের ছোট বোন কিম ইয়ো জং হতে চলছে উত্তর কোরিয়ার আগামী শাসক।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন