স্কুল, কলেজ, বিমান, রেল এখনই খুলবে না, ইঙ্গিত কেন্দ্রের ।

দেশে চলতে থাকা ২১ দিনের লকডাউন শেষ হবে আগামী ১৪ এপ্রিল। কিন্তু লকডাউন উঠলেও তা গোটা দেশে কার্যকরী হবে এমন নয়। লকডাউন উঠবে ধাপে ধাপে। আর এই কারণেই খুব তাড়াতাড়ি স্কুল, কলেজ চালু হয়ে যাবে এমনটাও নয়। পাশাপাশি রেল ও বিমান পরিষেবা স্বাভাবিক হতেও অনেকটা সময় লাগবে। সোমবার মন্ত্রী পরিষদের বৈঠক শেষে এমনই ইঙ্গিত মিলেছে। সূত্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীদের আলোচনায় উঠে আসে বন্ধ হয়ে থাকা স্কুল, কলেজ খোলার ব্যাপারও। তবে সে ব্যাপারেও কেন্দ্রের মত, তাড়াহুড়ো করে কিছু করা হবে না। অনেক স্কুলেই গৃহহীনদের থাকার ব্যবস্থা হয়েছে। কোথাও কোথাও অভিবাসী শ্রমিকরা রয়েছেন। আবার অনেক স্কুলে কোয়ারেন্টাইনও বানানো হয়েছে। সুতরাং, এখনই স্কুল, কলেজ খোলার কোনও প্রশ্ন নেই। এমনকি লকডাউন উঠে গেলেই দেশে রেল ও বিমান চলাচল স্বাভাবিক হয়ে যাবে এমন ভাবারও কারণ নেই। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশকিছু দিন সময় লাগবে। আর এই কারণেই স্কুল, কলেজ, বিমান ও রেল পরিষেবা ধাপে চালু করা হবে বলে সুত্রের একাংশের মত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন