করোনাভাইরাস মহামারি এ দেশে ছড়িয়ে পড়ার পরই বেশ কিছু ওষুধের রফতানিতে নিষেধাজ্ঞা চাপিয়েছিল কেন্দ্র। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হল। ২৪টি ওষুধের ওপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গোটা বিশ্বের জেনেরিক ড্রাগের প্রধান সরবরাহকারী দেশ হল ভারত। গত মাসেই একাধিক ওষুধ ও ভেন্টিলেটরের রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে কেন্দ্রীয় সরকার। ঠিক কী ধরনের চাপে ভারত ওষুধ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ওষুধ রফতানিতে নিষেধজ্ঞা তুলে নিতে বারবার করে বলেছেন, তা জানা গিয়েছে।
রবিবারই এই বিষয়ে টেলিফোনে কথা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। যে ২৪টি ওষুধ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তার মধ্যে প্যারাসিটামলকে বাদ রাখা হয়েছে বলে খবর।