আমেরিকায় আবারও ২৪ ঘন্টায় করোনায় সর্বাধিক ২৬০০মৃত্যু ।

সারা বিশ্বজুড়ে করোনার প্রকোপে স্তব্ধ জনজীবন। ইতালি, ইরাক,ইরান, স্পেন ব্রিটেন সহ একাধিক দেশ করোনায় প্রায় দূর্বল। আর বতর্মানে সবথেকে খারাপ পরিস্থিতি আমেরিকায়।কারণ সেখানে ক্রমশ করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ২৬০০ জন কোভিড -১৯ পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। জন হপকিংস বিশ্ববিদ্যালয় জানিয়েছে, একদিনে সর্বাধিক মৃত্যুর ক্ষেত্রে এটি রেকর্ড। ইস্টার্ন টাইমে রাত ৮.৩০-এর হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ২৫৬৯ জন। এর ফলে আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮,৩২৬।

 

অন্য যে কোনও দেশের থেকে এই সংখ্যাটা বেশি। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দেশজুড়ে আক্রান্তের সংখ্যা নয়া সীমানা ছুঁয়েছে। করোনার কারণে লকডাউন প্রত্যাহারের কী রণকৌশল তৈরি হবে, বৃহস্পতিবার তার প্রথম পরিকল্পনা ঘোষণা করার কথা মার্কিন প্রেসিডেন্টের। এখন সেই ঘোষনার অপেক্ষায় আমেরিকাবাসী। উল্লেখ্য, জন হপকিংসের হিসেব অনুযায়ী, আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬,৩৬,৩৫০।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন