হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির অনুমতি চাইলো বেঙ্গল কেমিক্যালস্ ।

বিশ্ব জুড়ে হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা এখন তুঙ্গে। কারণ করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন যথেষ্টই কাজ দিচ্ছে। সেইজন্য বেঙ্গল কেমিক্যালস্ হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির অনুমতি চাইলো। প্রসঙ্গত, হাইড্রক্সিক্লোরোকুইন করোনার সঙ্গে লড়াইয়ে এই নামটা এখন সারা পৃথিবীর মানুষের কমবেশি সবারই চেনা। চিকিৎসকেরাও বলছেন, করোনার চিকিৎসার জন্য আপাতত এই ওষুধকেই সবচেয়ে বেশি ভরসা করা হচ্ছে। এবার সেই ওষুধ তৈরি করার জন্য স্টেট ড্রাগ কাউন্সিলের কাছে অনুমতি চাইল বেঙ্গল ক্যেমিক্যালস্। কলকাতার রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বেঙ্গল কেমিক্যালস্ অ্যান্ড ফার্মাসিউটিক্যালস্ ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ক্লোরকুইন ফসফেট ২৫০ তৈরি করে। হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি করার অনুমতি তাদের নেই। এখন সেই অনুমতির জন্যই আবেদন করেছে সংস্থটি। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পি এম চন্দরাইয়া জানান, ইতিমধ্যেই তাঁদের কাছে ক্লোরকুইন ফসফেট ২৫০ যথেষ্ট মজুত আছে। অনুমতি মিললে তাঁরা দ্রুত হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি করে দিতে সক্ষম হবেন। তাঁর কথায়, সারা পৃথিবীতে এখন এই ওষুধের চাহিদা তুঙ্গে। তাই দ্রুত অনুমোদন পেলে তাঁদের সুবিধে হবে। প্রসঙ্গত, হাইড্রক্সিক্লোরোকুইন চেয়ে ভারতকে রীতিমতো ধমকি দিয়েছিলেন ট্রাম্প। যদিও ভারত হাইড্রক্সিক্লোরোকুইন মার্কিন মুলুকে রপ্তানি করবে এই আশ্বাসে পরিস্থিতি আয়ত্তে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন