মোদীর জন্য আসছে প্রায় সাড়ে ৮ হাজার কোটির বিমান ।

দেশে আসতে চলেছে ভারতের ‘এয়ারফোর্স ওয়ান’। রাষ্ট্রনায়করা বিদেশ সফরে সবসময়ই মাথায় রাখতে হয় তাঁদের সুরক্ষার ব্যাপারটা। তাই তাঁদের জন্য ব্যবস্থা থাকে বিশেষ বিমানের।
এত দিন বোয়িং ৭৪৭ বিমানে বিদেশ সফরে যেতেন ভারতের ভারতের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। মূলত এই তিন জনই বিদেশ সফরে যাওয়ার জন্য এই উন্নত প্রযুক্তির বিমান ব্যবহার করতেন।
খুব শীঘ্র পুরনো বোয়িং ৭৪৭-এর জায়গা নিতে আসছে বোয়িং ৭৭৭। সব কিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসেই ফ্লোরিডা থেকে ভারতের উদ্দেশে রওনা দেবে বিমানটি।
প্রসঙ্গত, দুটো বোয়িং ৭৭৭ বিমান কিনছে ভারত। যার জন্য খরচ হচ্ছে ৮ হাজার ৪৫৮ কোটি টাকা।
জানা গিয়েছে, এই বিমানগুলিতে রয়েছে অ্যাডভান্স মিসাইল ডিফেন্স সিস্টেম। যার ফলে মার্কিন প্রেসিডেন্টের ‘এয়ারফোর্স ওয়ান’-এর মতোই সুরক্ষিত এই বিমান।
এছাড়া এই প্রথম কোনও ভারতীয় বিমানে সেল্ফ প্রোটেকশন স্যুট থাকছে। এই প্রযুক্তি শত্রুপক্ষের রাডার জ্যাম করে দেওয়া এবং তাপ সংবেদী ক্ষেপনাস্ত্রকে দূরে সরিয়ে রাখতে দারুণভাবে সক্ষম।
বড় আকারের বিমানকে শত্রুর ক্ষেপণাস্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য ‘লার্জ এয়ারক্র্যাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেজার সিস্টেম’ বা এলএআইআরসিএম নামের এক বিশেষ প্রযুক্তি রয়েছে এই বিমানে।
সাধারণ বিমানের থেকে এই বিমান আকারে চওড়া। আত্মরক্ষার বিভিন্ন ব্যবস্থা ছাড়াও এতে আছে একটি কনফারেন্স রুম। আপত্কালীন পরিস্থিতির জন্য রয়েছে পেসেন্ট ট্রান্সপোর্ট ইউনিট। এ ছাড়া রয়েছে অন বোর্ড ওয়াইফাই সিস্টেম।
এছাড়া দু’হাজারেরও বেশি মানুষের জন্য খাবার সংগ্রহ করে রাখতে সক্ষম এই বিমান।
এই বিমান চালানোর জন্য ভারতীয় বায়ুসেনার পাইলটদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, আগে যে বিমান ব্যবহার করতেন ভারতীয় রাষ্ট্রপ্রধানরা তার জন্য বায়ুসেনার পাইলট থাকতেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন